যুক্তরাষ্ট্রের পিটসবার্গে একটি সেতু ধসে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ জানুয়ারি) শহরটিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্ধারিত সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে এ ঘটনা ঘটে।
দেশের অবকাঠামো শক্তিশালী করতে বাইডেনের পরিকল্পনার অংশ হিসেবেই এ সফর। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল ৬ টার দিকে হয় এ ঘটনা। ভেঙে পড়ে বরফে আচ্ছন্ন ব্রিজের স্প্যান। সেসময় পড়ে যায় বেশ কয়েকটি গাড়ি।
ডোন ফুটেজে দেখা যায়, উল্টে কিংবা পড়ে আছে সেগুলো। আশপাশের এলাকায় বেশ কিছু স্থানে গ্যাস লাইনে লিকেজ তৈরি হওয়ারও খবর পাওয়া গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানায় কর্তৃপক্ষ।
এদিকে, পেনসিলভানিয়ায় ৩ হাজারের বেশি ব্রিজ ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
/এডব্লিউ
Leave a reply