চৌদ্দগ্রামের মামলায় খালেদার জামিন আবেদন নামঞ্জুর

|

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলা চালিয়ে আটজন হত্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করে দিয়েছেন আদালত।

কুমিল্লার ৫নং আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ আবেদন নামঞ্জুর করে দেন। মামলায় খালেদা জিয়ার আইনজীবি এ্যাডভোকেট কাইমুল হক রিংকু শুনানি শেষে সাংবাদিকদের একথা জানান।

আদালতের সূত্র জানায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে ৮ জন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন।

চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান এ ঘটনায় বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ৬ নেতাকে হুকুমের আসামি করা হয়।

৭৭ আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply