বলিউডে অভিষেক হতে যাচ্ছে শাহরুখকন্যা সুহানার!

|

ছবি: সংগৃহীত।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় শাহরুখ খানের কন্যা সুহানা খান। নিজের ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করে তরুণ প্রজন্মের অনেকের কাছেই তিনি এখন ‘স্টাইল আইকন।’ অনেকদিন ধরেই গুঞ্জন চলছে সেই সুহানার বলিউডে আত্মপ্রকাশের ঘটনা নিয়ে। অবশেষে অবসান হতে যাচ্ছে সেই গুঞ্জনের।

‘আর্চি কমিকস’ অবলম্বনে সিনেমা বানাতে যাচ্ছেন জাভেদ আখতারের কন্যা জোয়া আখতার। নেটফ্লিক্সের সেই ছবিতে থাকতে পারেন সুহানা। সুহানা ছাড়াও মিউজিক্যাল এই ছবিতে থাকতে পারেন বলিউডের আরও বেশ কিছু স্টারকিড। এদের মধ্যে রয়েছেন- জাহ্নবী কাপুরের ছোট বোন খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতনি অগস্ত্য নন্দার নামও। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।

২০১৮ সালে এক পত্রিকার প্রচ্ছদের মাধ্যমে ফ্যাশন দুনিয়ায় প্রবেশ ঘটে সুহানা খানের। এ ছাড়াও বেশ কিছু নাটক ও স্বল্পদৈর্ঘ্যের একটি ছবিতে অভিনয় করেছেন তিনি।

গত বছরের নভেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আর্চী কমিকস’ অবলম্বনে সিনেমা করার কথা ঘোষণা করেন জোয়া। যদিও এই সিনেমায় কারা থাকবেন বা স্টার কিডরা থাকবেন কিনা সেটি নিয়ে এখনও মুখ খোলেননি জোয়া।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply