ধনী দেশগুলোকে টিকা ও অর্থ সহায়তা প্রদানের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

|

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম। ছবি: সংগৃহীত

গোটা বিশ্বকে সুরক্ষিত করতে সব দেশে দ্রুত ভ্যাকসিন বণ্টন নিশ্চিত করতে হবে। আবারও ধনী দেশগুলোর প্রতি টিকা এবং অর্থনৈতিক সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, করোনা দ্রুত শেষ হবে নাকি তা আরও বাড়বে তা অনেকটা আমাদের ওপরই নির্ভর করছে। প্রত্যেকেরই মনে রাখতে হবে, এখনও শেষ হয়ে যায়নি মহামারি। বরং প্রতিনিয়ত রূপ পরিবর্তন করছে। তাই গোটা বিশ্বকে সুরক্ষিত করতে ভ্যাকসিনের সুষম বণ্টন নিশ্চিত করতে হবে এবং তা খুবই দ্রুত।

এদিকে, বিশ্বজুড়ে করোনায় আবারও একদিনে (৯ ফেব্রুয়ারি) ১১ হাজারের বেশি প্রাণহানি হয়েছে। মহামারিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৫৭ লাখ ৯৪ হাজার। বুধবার ২৪ লাখের বেশি সংক্রমিত শনাক্ত হয়েছে। মৃত্যুর দিক থেকে এদিনও শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। ২ হাজার ৬শ’র বেশি মানুষ মারা গেছেন দেশটিতে। ২ লাখ ১৯ হাজারের ওপর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আর করোনা সংক্রমণে শীর্ষে ছিল জার্মানি। দেশটিতে ২ লাখ ৩৮ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে করোনাভাইরাস।

আরও পড়ুন: বিশ্বে করোনায় আরও ১১ হাজারের বেশি প্রাণহানি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply