৮০০ বন্দীকে মুক্তির ঘোষণা মিয়ানমার জান্তার

|

ছবি: সংগৃহীত

বিভিন্ন কারাগার থেকে আট শতাধিক বন্দীকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। দেশের ইউনিয়ন ডে উপলক্ষে সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় তাদের মুক্তি দেয়া হবে। মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছন।

আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি জানিয়েছে, শনিবার (১২ ফেব্রুয়ারি) জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের দেয়া বিবৃতিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি দেশের ইউনিয়ন ডের হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় ৮১৪ জন বন্দীকে মুক্তি দেয়া হবে।

১৯৪৭ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পেংলং চুক্তির স্মরণে প্রতিবছর ১২ ফেব্রুয়ারি ইউনিয়ন ডে হিসেবে পালন করে মিয়ানমার। আজ এর ৭৫ বছর পূর্তি হচ্ছে।

গত বছর ইউনিয়ন ডে উপলক্ষে প্রায় ২৩ হাজার বন্দীকে মুক্তি দিয়েছিল জান্তা। তখন কিছু মানবাধিকার সংগঠন ধারণা করেছিল, সেনাবিরোধিতা কমাতে ও সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়।

আরও পড়ুন- লকডাউনে মদের পার্টি করায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে বরিস জনসন
এনবি/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply