‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালনে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল টেরিটরির আইনসভায় প্রস্তাব পাশ

|

একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল টেরিটরির আইনসভায় একটি প্রস্তাব পাশ হয়েছে। বুধবার ক্যানবেরার বিরোধী দলীয় নেতা অ্যালিস্টার কু’র উপস্থাপিত প্রস্তাবটি সর্বসম্মতভাবে সভায় গৃহীত হয়।

ভাষা স্মৃতিস্তম্ভ নির্মাণ, ক্যাপিটাল টেরিটরির প্রতিটি গ্রন্থাগারে ‘একুশে কর্নার’ স্থাপন এবং আধিবাসীদের ভাষা সংরক্ষণসহ অ্যালিস্টারের আরো পাঁচটি প্রস্তাবও এদিন পাশ হয়।

ঐতিহাসিক এ মুহূর্তের সাক্ষী হতে সেখানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন, লিবারেল পার্টির সাবেক প্রার্থী ইগ্নেশিয়াস রোজারিও ও এমএলসি মুভমেন্টের নির্বাহী পরিচালক এনাম হকসহ প্রবাসী অনেক বাংলাদেশী। মাতৃভাষার প্রচার ও সংরক্ষণে এ সিদ্ধান্ত ঐতিহাসিক ভূমিকা রাখবে বলে প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন অ্যালিস্টার। প্রস্তাবটি পাশে অ্যালিস্টারের সাথে কাজ করেন লিবারেল পার্টির সাবেক প্রার্থী ইগ্নেশিয়াস রোজারিও।

আগামীতে অস্ট্রেলিয়ার অন্যান্য প্রদেশেও একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply