গুজবে কান দেবেন না, আমরা অস্ত্র নামিয়ে রাখবো না: জেলেনস্কি (ভিডিও)

|

ছবি: সংগৃহীত

কিয়েভে রুশ আক্রমণের রাতটি পার করার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশবাসীকে গুজবে কান না দেয়ার নির্দেশনা দিয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) টুইটারে এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, অনেক ধরনের খবরই ছড়ানো হচ্ছে, যেখানে বলা হয়েছে আমি নাকি ইউক্রেনের সেনাবাহিনীকে আত্মসমর্পণ করতে বলেছি। তাই আমি পরিষ্কার করে বলছি, এগুলো সবই গুজব। এসব গুজবে কান দেবেন না।

ভলোদিমির জেলেনস্কি বলেন, আমরা অস্ত্র নামিয়ে রাখবো না। আমাদের দেশকে রক্ষা করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞই আছি আমরা। সত্যই আমাদের প্রধান অস্ত্র। যেকোনো মূল্যে আমরা আমাদের দেশ, পরিবার ও শিশুদের রক্ষা করবো।

শনিবার রাতে রুশ সেনাবাহিনী কিয়েভে প্রবেশ করে ব্যাপক হামলা চালায়। শহরজুড়ে সারারাত শোনা যায় গোলাগুলির শব্দ। কিয়েভের বেশ কয়েকটি ভবন এই হামলায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এসব ভবন দেখে মিসাইল হামলার অনুমান করা হচ্ছে। খবর মির্নিং হেরাল্ডের।

আরও পড়ুন: কিয়েভ জুড়ে সংঘর্ষ, তবুও দেশ ছাড়বেন না জেলেনস্কি

শনিবার প্রথম প্রহরে একটি ভিডিওবার্তায় ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, আজ রাতে শত্রুরা আমাদের প্রতিরোধ ব্যবস্থা ভাঙতে বিশ্বাসঘাতকের মতো জঘন্য ও অমানবিক পথে হলেও তাদের সমস্ত শক্তি ব্যবহার করবে। আজ রাতে তারা আমাদের ওপর আক্রমণ করবে। আমাদের সবাইকে বুঝতে হবে আমরা কীসের মুখোমুখি হচ্ছি। এই রাতটা আমাদের সহ্য করতে হবে।

আরও পড়ুন: ইউক্রেনের ভাগ্য এখন নির্ধারিত হচ্ছে, রাতটি হবে কঠিন: জেলেনস্কি

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply