‘নিরাপদ স্থান নয়, আমার চাই গোলাবারুদ’

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিরাপদে কিয়েভ থেকে সরিয়ে নেয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তা সরাসরি প্রত্যাখ্যান করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, নিরাপদ স্থান নয়, আমার চাই গোলাবারুদ। নিউইয়র্ক পোস্টে প্রকাশিত হয়েছে এই খবর।

ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, জন্মভূমিতেই থাকবেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, এই মুহূর্তে তার পরিবহনের সুবিধা নয়, বরং ট্যাংক ঠেকানোর অস্ত্র এবং গোলাবারুদ দরকার। ইউক্রেনের জনগণকে মনোবল শক্ত রাখার আহ্বান জানিয়েছেন তিনি। সংশ্লিষ্ট মার্কিন এক কর্মকর্তা নিশ্চিত করেছেন এ তথ্য।

আরও পড়ুন: ইউক্রেনের ভাগ্য এখন নির্ধারিত হচ্ছে, রাতটি হবে কঠিন: জেলেনস্কি

মার্কিন কর্মকর্তা আরও জানান, রুশ সেনাদের হাতে নিহত বা গ্রেফতার এড়াতে ভলোদিমির জেলেনস্কিকে কিয়েভ ছাড়ার বিষয়ে সহায়তা করতে চেয়েছে যুক্তরাষ্ট্র। তবে রাজধানী ছেড়ে যেতে রাজি নন তিনি। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেন, সরকারি বাসভবনে অন্য সকলের সাথেই তিনি থাকবেন। রাশিয়ার প্রথম টার্গেট তিনি এবং দ্বিতীয় টার্গেট তার পরিবার।

আরও পড়ুন: গুজবে কান দেবেন না, আমরা অস্ত্র নামিয়ে রাখবো না: জেলেনস্কি (ভিডিও)

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply