কালীগঞ্জে গরু চুরি করে পিকআপে নেয়ার সময় আটক ৩

|

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি:

গরু চুরি করে পিকআপে নিয়ে পালিয়ে যাওয়ার সময় চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে বারবাজার হাইওয়ে থানা পুলিশ।

রোববার (৬ মার্চ) সকাল ৮টার সময় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ফুলবাড়ী নামক স্থানে পিকআপ ও ১টি চোরাই গরুসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার ফকিরহাট থানার টাউন নওয়াপাড়া গ্রামের মৃত আনোয়ার শেখর ছেলে আলামিন শেখ (২৫), খুলনা জেলার তেরখাদা থানার মধুপুর গ্রামের হাসমত গাজির ছেলে রাব্বি গাজি (১৬) এবং আব্দুল গফুরের ছেলে রাবিব (২১)।

হাইওয়ে থানার ওসি শেখ মেজবাহ্ উদ্দিন জানান, সকাল ৮টার সময় ফুলবাড়ীগেট নামক স্থানে আকিজ মটরের নিল রঙয়ের পিকআপ গাড়ি (ঢাকা মেট্রো-ন- ১৩-৫৮৫৭) এবং গরুসহ ৩ জন চোরকে আটক করা হয়।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, গরু চুরি করে পিকআপে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় পুলিশ সদস্য পিকআপটি আটক করে। পরে আটককৃত আসামিদের কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: নওগাঁয় আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply