মোমবাতি জ্বেলে মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহর উদযাপন বাংলাদেশ পুলিশের

|

স্বাধীনতা দিবসের প্রথম প্রহর উদযাপন বাংলাদেশ পুলিশের। ছবি: সংগৃহিত।

মোমবাতি জ্বেলে মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহর উদযাপন করেছে বাংলাদেশ পুলিশ। মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করা শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

শনিবার (২৬ মার্চ) রাজারবাগ পুলিশ লাইনসে মধ্যরাতের এ আয়োজনে অংশ নিয়ে পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করা শহীদদের স্মরণ করে বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার কাজে অংশ নিতে হবে।

বেনজীর আহমেদ আরও বলেন, বঙ্গবন্ধুর মতো নেতা পেলে হাজার বছর আগেই বাঙালি জাতি স্বাধীনতা পেতো। প্রতিটি বাঙালির হৃদয়ে স্বাধীনতার বীজ বপন করেছিলেন তিনি।

এসময় রাজারবাগের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। এ সময় অন্যান্যদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধ; জাতিসংঘে বাংলাদেশ শান্তির পক্ষে ভোট দিয়েছে’

এনবি/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply