ওমিক্রনের চেয়ে বেশি সংক্রামক ভ্যারিয়েন্ট শনাক্ত

|

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন আরেকটি ধরন শনাক্ত হয়েছে, যা ওমিক্রনের চেয়ে বেশি সংক্রামক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। খবর এনডিটিভির।

নতুন শনাক্ত হওয়া ধরনটির নাম দেয়া হয়েছে এক্সই। ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা বলেছেন, এক্সই ভ্যারিয়েন্ট করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনের বিএ১ এবং বিএ.২ প্রজাতির সংমিশ্রণে তৈরি হয়েছে। যখন একজন রোগী কোভিডের একাধিক ধরনে সংক্রমিত হন, তখন নতুন এ ধরনের উদ্ভব হয়। এই ধরনের ক্ষেত্রেও সেটি ঘটেছে।

ডব্লিউএইচও মনে করছে, ওমিক্রণের উপধরন বিএ.২ এর চেয়ে এক্সই ১০ শতাংশ বেশি সংক্রামক। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আরও গবেষণা দরকার বলে উল্লেখ করেছে সংস্থাটি।

গত ১৯ জানুয়ারি যুক্তরাজ্যে এ ধরনটি প্রথমবারের মতো শনাক্ত হয় বলে জানিয়েছে ব্রিটেন স্বাস্থ্য সংস্থা। এদিকে, ওমিক্রনের চেয়ে এক্সই বেশি সংক্রামক এ নিয়ে ডব্লিউএইচও মুখ খুলেছেন এখন। এখন পর্যন্ত নতুন এই ধরনে যুক্তরাজ্যে ৬৩৭ জন আক্রান্ত হয়েছেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply