‘দণ্ডিত হওয়ায় আবেদন করলেও পাসপোর্ট পাবেন না তারেক’

|

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে বাংলাদেশি পাসপোর্ট ছাড়াই অবস্থান করছেন। ২০১৪ সালে বাংলাদেশি পাসপোর্ট জমা দিয়ে তিনি আর নতুন কোনো পাসপোর্ট নেননি।

রাজধানীর আগারগাওয়ে ইমিগ্রশন ও পাসপোর্ট অধিদফতরের এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান। তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দণ্ডিত হওয়ায় এখন আবেদন করলেও পাসপোর্ট পাবেন না।

ডিজি জানান, পাসপোর্টের সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। তবে, পাসপোর্টের জন্য আবার জাতীয় পরিচয়পত্র লাগবে, সেটি নিতে হলে বাংলাদেশে আসতে হবে তারেক রহমানকে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply