ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে মহাষ্টমী স্নান উপলক্ষে পুণ্যার্থীদের ঢল

|

ব্রহ্মপুত্র নদে পুণ্যার্থীদের ঢল।

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নান উপলক্ষে পুণ্যার্থীদের ঢল নেমেছে।

গত দুই বছর করোনার জন্য মহাষ্টমী স্নান অনুষ্ঠিত না হওয়ায় এ বছর বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম ঘটে। ময়মনসিংহের পাঁচটি স্থানে আজ শনিবার (৯ এপ্রিল) ভোর থেকে ব্রহ্মপুত্র নদে পুণ্যার্থীদের মহাষ্টমীর স্নান শুরু হয়েছে। ধর্মীয় মন্ত্রপাঠ শেষে স্নান করলে পুণ্য লাভ এবং পাপমোচন হবে এমন আশা নিয়ে ভক্তরা ব্রহ্মপুত্র নদে স্নান করে খুশি। স্নান উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নজরদারি ছিল।

কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, মহাষ্টমীর স্নান উপলক্ষে প্রচুর লোকের সমাগম হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকটি টিম কাজ করছে। নদিতে নৌ পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহাষ্টমী।

আরও পড়ুন- হিজাবের জন্য শিক্ষার্থীদের মারপিটের ঘটনাকে অসত্য দাবি

এনবি/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply