‘ইরানের ভবিষ্যৎ পরমাণু আলোচনার সাফল্য-ব্যর্থতার ওপর নির্ভরশীল নয়’

|

ছবি: সংগৃহীত

পরাশক্তিগুলোর সাথে পরমাণু আলোচনার সাফল্য-ব্যর্থতার ওপর ইরানের ভবিষ্যৎ নির্ভরশীল নয় বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। মঙ্গলবার (১৩ এপ্রিল) এ মন্তব্য করেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, পশ্চিমাদের সাথে আলোচনা ভালো হোক আর মন্দ; তার জন্য থেমে থাকা যাবে না। পরমাণু সমঝোতার ওপরই ইরানের ভবিষ্যৎ নির্ভর করছে- বিষয়টি তা নয়।

তিনি আরও বলেন, ইরানি প্রতিনিধি দলের সদস্যরাও এবার ছাড় দিতে নারাজ। যুক্তরাষ্ট্র নিজেই চুক্তি লঙ্ঘন করেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এখন জোড়াতালির সমঝোতার পৌঁছাতে চাইছে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে করোনার পরবর্তী হটস্পটে পরিণত হচ্ছে ‘ক্যাপিটল হিল’
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply