‘পাঠ্যবই থেকে শেরে বাংলার অবদানের কথা সরিয়ে দেয়ায় তরুণরা তাকে ভুলতে বসেছে’

|

শেরে বাংলার অবদানের কথা পাঠ্যবই থেকে সরিয়ে দেয়ায় তরুণরা তার কথা ভুলতে বসেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রকে সরিয়ে সরকার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করছে বলেও অভিযোগ করেন তিনি।

বুধবার (২৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে শেরে বাংলা একে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এই অভিযোগ করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, সরকার দেশে আগ্রাসন শুরু করেছে। যা স্বাধীন রাষ্ট্রের জন্য কাম্য নয়। আওয়ামী লীগ সরকার অর্থনীতির চাকা ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন ফখরুল।

এ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইতিহাস একদিনে রচিত হয়নি। ইতিহাস পুরোনো কিন্তু বর্তমা‌নেও এর ছাপ রয়েছে। শে‌রে বাংলার অবদান জাতিকে মনে রাখতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply