এক মিনিটেই সব টিকিটের নিয়ন্ত্রণ নিতো সহজ ডট কমের রেজাউল: র‍্যাব

|

এক মিনিটে ট্রেনের সব টিকিটের নিয়ন্ত্রণ নিতেন সহজ ডট কমের সিস্টেম ইঞ্জিনিয়ার রেজাউল। এই কাজ করে প্রতি ঈদে গড়ে ২-৩ হাজার টিকিট কালোবাজারি করতেন তিনি, হাতিয়ে নিতেন ১০ থেকে ১৫ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাবের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।

তিনি বলেন, দীর্ঘ দিন ধরে রেজাউল টিকিট কালোবাজারি করে আসছে। সহজে নিয়োগ পাওয়ার আগে সিএনএস বিডি তেও কর্মরত ছিলেন তিনি। প্রতিটি টিকিট অতিরিক্ত ৫০০ টাকা দামে বিক্রি করতেন তিনি। ভিআইপি ও আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের কাছে অতিরিক্ত দামে এইসব টিকিট বিক্রি করতো রেজাউল। তাছাড়া তার নিজের টিকিট কালোবাজারি চক্র রয়েছে।

তিনি আরও জানান, র‍্যাবের জিজ্ঞাসাবাদে রেজাউল জানিয়েছেন ৬ বছর ধরে তিনি এই অপকর্ম করে আসছেন। সার্ভার থেকে নিদিষ্ট পরিমাণ টিকিট আগেই ব্লক করে রাখতেন তিনি। এছাড়া গ্রেফতার এড়াতে র‍্যাব সদস্যদের অনৈতিক প্রস্তাবও দিয়েছিল রেজাউল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply