ঈদের জন্য প্রস্তুত ভারতীয় মুসলমানরা

|

ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ভারতের মুসলিম বাসিন্দারা। চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। এসময় মুদির সদাইয়েই বেশি ব্যস্ত ক্রেতারা। সবচেয়ে বেশি চাহিদা ঐতিহ্যবাহী সেমাইয়ের। আর অনেকেই সবধরনের কেনাকাটা শেষ করে রীতিমতো প্রস্তুত ঈদের জন্য।

ভারতজুড়েই খ্যাতি প্রয়াগরাজ বা সাবেক এলাহাবাদের সেমাইয়ের। রমজান জুড়েই থাকে চাহিদা। যা ঈদের সময় বেড়ে যায় আরও কয়েকগুণ। সরবরাহ বাড়াতে দিন রাত এক করে চলছে উৎপাদন। কাঁচামাল থেকে বাজারজাতকরন প্রতিটি ধাপেই চরম ব্যস্ততা সংশ্লিষ্টদের।

ঈদ যখন দোরগোড়ায়, নতুন জামা কেনার প্রক্রিয়া মোটামুটি শেষ। এবার পাঞ্জাবির সাথে মিলিয়ে দরকার নতুন টুপিও। তাই টুপির দোকানগুলোতেও দেখা গেছে ভিড়। এর পাশাপাশি আছে আতরের চাহিদাও, তাই ভিড় আতরের দোকানেও।

ভারতের মোট জনসংখ্যার ১৪ শতাংশের বেশি মুসলিম।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply