স্পেনের রানী ইউক্রেনকে কী উপহার দিল, জানুন

|

ছবি: সংগৃহীত

স্পেনের রানী তার দেশ থেকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বিজয় কামনা করে ঐতিহ্যবাহী সসেজ, একটি পোস্টকার্ড ও গ্রেনেড উপহার পাঠিয়েছেন। সামরিকভাবে বৃহৎ শক্তিধর রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন সেনাবাহিনীর লড়াইয়ের শক্তিকে উৎসাহিত করতে উপহারটি ইউক্রেনে পাঠানো হয়েছে। এছাড়া ইউক্রেনে পাঠানো স্পেনের রানীর হাতে লেখা একটি পোস্ট কার্ডে লেখা ছিল, আমি আপনার বিজয় কামনা করি। খবর এনডিটিভির।

ইউক্রেনকে স্পেনের রানীর উপহার দেয়ার খবর ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সংবাদ মাধ্যম ভাইসগার্ড ২৪ এক টুইটবার্তায় জানিয়েছে, স্পেন থেকে অস্ত্রের একটি বিশাল চালান পেয়েছে ইউক্রেন।

বার্তা সংস্থা রয়টার্সের মতে, সোমবার (২৫ এপ্রিল) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র ইউক্রেনের ৬টি রেলওয়ে স্থাপনা ধ্বংস করেছে, যা দোনবাসে ইউক্রেনীয় সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ করতে সহায়তা করেছিল।

এদিকে ইউক্রেনের সামরিক কমান্ড বলেছে, রাশিয়া অন্যান্য দেশ থেকে অস্ত্র সরবরাহ ব্যাহত করার জন্য ইউক্রেনের রেল অবকাঠামো ধ্বংস করার চেষ্টা করছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply