আকস্মিক সফরে ইউক্রেনে জাস্টিন ট্রুডো

|

অঘোষিত এক সফরে যুদ্ধ বিধ্বস্ত ইরপিন পরিদর্শনে যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

আকস্মিক সফরে যুদ্ধকবলিত ইউক্রেনের ইরপিন শহর পরিদর্শন করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর বিবিসির।

রোববার (৮ মে) অঘোষিত আকস্মিক এক সফরে যুদ্ধবিধ্বস্ত ইরপিনে যান ট্রুডো। ইউক্রেন আগ্রাসনের শুরুর দিকে ইরপিনে ব্যাপক বোমা হামলা চালিয়েছিল রুশ সেনা বাহিনী। কিছুদিন রুশ বাহিনীর নিয়ন্ত্রণেও ছিল শহরটি।

জাস্টি ট্রুডোর সফরের ব্যাপারের ইরপিনের মেয়র ওলেকসান্দ্র মার্কুসিন তার টেলিগ্রাম অ্যাকাউন্টে লেখেন, রুশ দখলদার বাহিনী আমাদের শহরে যে নৃশংশ তাণ্ডব চালিয়েছে, তা নিজ চোখে দেখতে এসেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

প্রসঙ্গত, ইউক্রেনে চলমান রুশ আগ্রাসন মোকাবিলায় এ পর্যন্ত দেশটিকে ১১৮ মিলিয়ন মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ট্রুডো প্রশাসন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply