এডিস মশার লার্ভা নির্মূলে ডিএসসিসি’র বিশেষ চিরুনি অভিযান শুরু

|

এডিস মশার লার্ভা নির্মূলে ‘বিশেষ চিরুনি অভিযান’ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (১০ মে) শুরু হওয়া এ অভিযান ডেঙ্গু ঝুঁকিতে থাকা ৭টি ওয়ার্ডে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অভিযান শুরুর আগে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই স্বাস্থ্য অধিদফতর থেকে যে ৭টি ওয়ার্ডকে উচ্চ ও মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে, সেসব ওয়ার্ডে মশক নিয়ন্ত্রণ ও নিধন কার্যক্রমে আরও বেশি জোর দেয়া হবে।

জনসচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ অত্যন্ত দুরূহ উল্লেখ করে ফরিদ আহাম্মদ বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। শুধু বাড়ির চারপাশ ও আঙ্গিনায় নয়, বাড়ির ভেতরেও সৃষ্টি হতে পারে মশার আবাস। এই আভিযানে প্রতি ওয়ার্ডে দুই বেলা ২৬ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করবেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply