কুমিল্লায় বিজিবির ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, গাড়ি ভাঙচুর

|

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান চলাকালে বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। এ সময় বিজিবির একটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় বিজিবির অন্তত ৫ জন সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মে) রাত ৯টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার শহরতলী শাসনগাছা এলাকায় এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, মঙ্গলবার রাতে জেলার সদর উপজেলার শাসনগাছা এলাকায় মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে ধাওয়া করলে বিজিবি সদস্যরা গাড়ি নিয়ে রেললাইন সংলগ্ন আখাউড়া-লাকসাম ডাবল লাইন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স অফিসে আশ্রয় নেয়। তারপর ওই প্রতিষ্ঠানে ঢুকে হামলা চালিয়ে বিজিবির বহনকৃত গাড়ি তারা ভাঙচুর করে। এ সময় রেললাইনে থাকা পাথর নিক্ষেপ করায় আহত হন বিজিবির অন্তত ৫ সদস্য। পরে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ম্যাক্স কোম্পানির নিরাপত্তা অফিসার আব্দুল মালেক ভুঁইয়া বলেন, আমাদের ক্যাম্পের ভেতরে পোশাক পরা বিজিবি সদস্যরা গাড়ি নিয়ে প্রবেশ করলে বাইরে থেকে বৃষ্টির মত পাথর নিক্ষেপ করা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। তবে এ বিষয়ে বিজিবির কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান বলেন, গাড়ি ভাঙচুরের সাথে যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply