আইফোন গ্রাহকদের জন্য সুখবর!

|

আইফোন ব্যবহারকারীদের জন্য সুসংবাদ! দেরিতে হলেও ৪-জি মোবাইল ইন্টারনেট সার্ভিসে যুক্ত হলো তারা। বাংলাদেশে ৪-জি সার্ভিস চালুর প্রায় ৩ মাস পর এ সুবিধা পেতে যাচ্ছে তারা।

এজন্য অবশ্য আইফোন ব্যবহারকারীদের মোবাইল অপারেটিং সিস্টেম (আইওএস) আপডেট করে নিতে হবে। সিমটি ৪-জি কিনা তা যাচাই করতে নিতে পারবেন গ্রাহকরা। এজন্য, গ্রামীণফোনের গ্রাহকদের *১২১*৩২৩২#, রবি গ্রাহকদের *১২৩*৪৪# এবং বাংলালিংক গ্রাহকদের ১২১৫১-এ ডায়াল করতে হবে।

সম্প্রতি গ্রামীণফোন এক ফেসবুক পোস্টে জানিয়েছে তাদের গ্রাহকরা খুব সহজেই ৪-জি সেট করতে পারবেন। সেজন্য তাদের এই ধাপ ফলো করতে হবে- সেটিংস>মোবাইল ডাটা>মোবাইল ডাটা অপশনস>ভয়েস এন্ড ডাটা>৪-জি।

যমুনা অনলাইন: এটি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply