ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন

|

ডলারের বিপরীতে তলানিতে গিয়ে পৌঁছেছে পাকিস্তানি রুপির দাম। পাকিস্তানের স্থানীয় সংবাদ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মঙ্গলবার (১০ মে) এক ধাক্কায় ৮২ পয়সা কমে বর্তমানে এক ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দাম ১৮৮ দশমিক ৩৫ পয়সা। এর আগে কখনও পাকিস্তানের রুপির দর এতো নীচে নামেনি।

তবে ফরেক্স ডিলাররা বলছেন, লাহোরের খোলাবাজারে এক ডলারের বিপরীতে পাকিস্তানি রুপি বিক্রি হচ্ছে ১৮৯ এর ওপরে।

প্রসঙ্গত, একটি দেশের কাছে কত বিদেশি মুদ্রা আছে তা দেখে সে দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। গত ২৩ এপ্রিলের রিপোর্ট অনুযায়ী, স্টেট ব্যাংক অব পাকিস্তানের কাছে বিদেশি মুদ্রার রিজার্ভ প্রায় তলানিতে গিয়ে পৌঁছেছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি, বিদেশি মুদ্রার সঞ্চয় কমে যাওয়ায় পাকিস্তানের অর্থনীতির ওপর ব্যাপক চাপ পড়তে পারে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply