‘ভারত জানালে নেয়া হবে পি কে হালদারকে দেশে ফেরানোর আইনগত ব্যবস্থা’

|

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পি কে হালদারের গ্রেফতারের বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে জানালেই তাকে দেশে ফিরিয়ে আনতে আইনগত ব্যবস্থা নেবে সরকার। তবে পি কে হালদারের গ্রেফতার নিয়ে এখনো বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রোববার (১৫ মে) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি।

সাংবাদিকদের এক লিখিত প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, পি কে হালদার বাংলাদেশের ‘ওয়ানটেড’ ব্যক্তিত্ব। আমরা অনেকদিন ধরেই ইন্টারপোলের মাধ্যমে তাকে ধরার চেষ্টা করছি। সে গ্রেফতার হয়েছে। আমাদের আকছে এখনও অফিসিয়ালি কোনো তথ্য আসেনি। আসলেও আমরা আইনগত ব্যবস্থা নেবো।

‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ইতিহাসের পুনর্নির্মাণ’ শীর্ষক সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণেই সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে দেশ।

আরও পড়ুন: ‘বন্দি বিনিময় চুক্তি ও আইনি প্রক্রিয়ায় পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনা হবে’

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply