সুইডেন ও ফিনল্যান্ডে হামলা হলে সাহায্য করবে পোল্যান্ড

|

ন্যাটো সদস্যপদ পাওয়ার আগে সুইডেন ও ফিনল্যান্ডে হামলা করা হলে সহায়তা করবে পোল্যান্ড। এমনটি জানিয়েছেন
পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি। বৃহস্পতিবার (১৯ মে) একটি সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা জানান। খবর রয়টার্সের।

তিনি বলেন, আমি সুইডেন এবং ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেয়ার বিষয়টি ইউরোপের নিরাপত্তা জোরদার করার একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে বিবেচনা করি। আমি স্পষ্ট করে বলতে চাই, ন্যাটোতে যোগদান প্রক্রিয়ার সময় সুইডেন বা ফিনল্যান্ড আক্রমণের শিকার হলে পোল্যান্ড তাদের সাহায্যে এগিয়ে আসবে।

এর আগে বুধবার ফিনল্যান্ড এবং সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটো জোটে যোগদানের জন্য আবেদন করেছে। যোগদানের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়ে গেছে যা কার্যকর হতে মাত্র কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানা গেছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply