প্রাপ্তবয়স্ক মার্কিনিদের জন্য ৪র্থ করোনা ভ্যাকসিনের অনুমোদন

|

ছবি: সংগৃহীত

প্রাপ্তবয়স্ক মার্কিনীদের জন্য ৪র্থ করোনা প্রতিরোধক ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ। মঙ্গলবার (৭ জুন) আসে ‘নোভাভ্যাক্স’ ব্যবহারের ছাড়পত্র।

যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া এটি প্রথম প্রোটিন ভ্যাকসিন। পরীক্ষায় পাওয়া গেছে, দুটি ডোজ বেশ নিরাপদ এবং করোনা প্রতিরোধে টিকাটি ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর। তবে একটি সমস্যা আছে আর তা হলো, ওমিক্রনের মতো নিত্যনতুন ধরনগুলো বিস্তারলাভের আগে চালানো হয়েছিল এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল। সুতরাং, বর্তমানে টিকাটি কোভিড ১৯’র বিরুদ্ধে কতোটা কার্যকর তা বোঝা যাচ্ছে না।

যুক্তরাষ্ট্রে এখনো দুই কোটি ৭০ লাখের বেশি প্রাপ্তবয়স্ক মানুষ গ্রহণ করেননি করোনার ভ্যাকসিন। তবে দেশটির স্বাস্থ্য বিভাগ আশা করছে, ৪র্থ ভ্যাকসিন অনুমোদনের মাধ্যমে তাদের টিকাদানের আওতায় আনা যাবে। এর বাইরে, তৃতীয় বা বুস্টার ডোজ হিসেবে ব্যবহৃত হতে পারে নোভাভ্যাক্স।

আরও পড়ুন: সোনার মোহর আর রত্নে ঠাসা এক জাহাজ নিয়ে কলম্বিয়ায় তোলপাড়

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply