ভয়াবহ দাবদাহের কবলে পাকিস্তান

|

ছবি: সংগৃহীত

ভয়াবহ দাবদাহের কবলে গোটা পাকিস্তান। দেশটির বেশির ভাগ রাজ্যে তাপমাত্রা ছুঁয়েছে প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস। এতে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে লাহরে। খবর বার্তা সংস্থা এপির।

সেখানকার কৃষকরা বলছেন, পানির অভাবে মরে গেছে বেশির ভাগ ক্ষেতের ফসল। কোনো সেচ পাম্পেই মিলছে না পানি। স্বাভাবিকের তুলনায় পানির স্তর নেমে গেছে। এতে সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানির। ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে খালের পানিও।

আবহাওয়াবিদরা বলছেন, খরা এবং অনাবৃষ্টির কারণে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply