বন্যার কারণে সারাদেশে ১৪০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

|

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।

মানিকগঞ্জ প্রতিনিধি:

বন্যার কারণে সারাদেশে ১৪০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। যে টিম প্রতিটি দুর্গত এলাকায় গিয়ে স্বাস্থ্য সেবা দেবে। এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১৮ জুন) দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের হল রুমে জেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে পানি ঢুকেছে, বিদ্যুৎ নেই। জেনারেটরের মাধ্যমে হাসপাতালের কার্যক্রম চালু রাখা হয়েছে। দুর্গত এলাকাগুলোতে স্যালাইন, পানিবিশুদ্ধকরণ ট্যাবেলেটসহ চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সব নিয়ে যাচ্ছে গঠিত মেডিকেল টিম।

দেশে করোনা সংক্রমণের হার বাড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সবাইকে সজাগ থাকতে হবে। মাস্ক পরাসহ সবাইকে বুস্টার ডোজ নেয়ার আহবান জানান তিনি।

এনবি/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply