শিমুলিয়া ঘাট থেকে ফেরি চলাচল বন্ধ 

|

ছবি: সংগৃহীত

পদ্মায় পানি প্রবাহ বেড়ে যাওয়ায় শিমুলিয়া থেকে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি। রোববার (১৯ জুন) রাত ৯টা ৩৫ মিনিট থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল জানান, নৌরুটে মোট ৫টি ফেরি রয়েছে। এসব ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছিল। তবে নদীতে তীব্র স্রোত দেখা দেয়ায় নৌযান ও যাত্রী নিরাপত্তায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। নৌরুটে থাকা ফেরিগুলো দুই পাড়ের ঘাটে নোঙর করা রয়েছে। পরবর্তীতে সেগুলো শিমুলিয়া ঘাটে নোঙর করা হবে।

এদিকে, দিনভর চললেও সন্ধ্যায় শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌরুটের স্পিডবোটও রাত ৮টা থেকে এবং নির্ধারিত সময় লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply