বিএনপি এখনও ৯০ দশকের রাজনীতি করছে। আওয়ামী লীগের হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। আর এই বাস্তবতাকে স্বীকার করে নিলেই বিএনপির মানসিক অশান্তি অনেকটা দূর হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আজ শুক্রবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নরস স্ট্যাডিজ আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি। পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার সাধারণ মানুষের চাওয়াকে প্রধান্য দিয়ে বাজেট তৈরি করেছে।
এ সময় বিএনপি নেতা সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাজেটে ৭ শতাংশ কর দিয়ে পাচারের অর্থ বৈধ করতে অর্থমন্ত্রীর দেয়া প্রস্তাব অনৈতিকতাকে উৎসাহিত করবে। সুবিধাভোগী অর্থ পাচারকারীরাই এ আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আরও পড়ুন: আজ সন্ধ্যার পর থেকেই পদ্মা সেতু সংলগ্ন দোকানপাট-বাজার বন্ধের নির্দেশ
জেডআই/
Leave a reply