বিএনপি এখনও ৯০ দশকের রাজনীতি করছে: পরিকল্পনামন্ত্রী

|

ফাইল ছবি ফাইল ছবি।

বিএনপি এখনও ৯০ দশকের রাজনীতি করছে। আওয়ামী লীগের হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। আর এই বাস্তবতাকে স্বীকার করে নিলেই বিএনপির মানসিক অশান্তি অনেকটা দূর হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ শুক্রবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নরস স্ট্যাডিজ আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি। পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার সাধারণ মানুষের চাওয়াকে প্রধান্য দিয়ে বাজেট তৈরি করেছে।

এ সময় বিএনপি নেতা সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাজেটে ৭ শতাংশ কর দিয়ে পাচারের অর্থ বৈধ করতে অর্থমন্ত্রীর দেয়া প্রস্তাব অনৈতিকতাকে উৎসাহিত করবে। সুবিধাভোগী অর্থ পাচারকারীরাই এ আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আরও পড়ুন: আজ সন্ধ্যার পর থেকেই পদ্মা সেতু সংলগ্ন দোকানপাট-বাজার বন্ধের নির্দেশ

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply