বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে শনিবার (২৫ জুন)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে নানা আয়োজন চলছে পুরো দেশব্যাপী। বর্ণিল সাজে সেজেছে মাওয়া-জাজিরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে লোক জড় হয়েছিল এই মনোজ্ঞ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে।
এই উৎসব সবাই সবার মতো করে উৎযাপন করছেন। এরই মাঝে সবার নজর কেড়েছেন এক নারী। তিনি পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে রোজা রেখেছেন।
যমুনা টেলিভিশনকে তিনি বলেন, আমাদের কাছে এই সেতু অনেক প্রত্যাশিত। এই সেতুর জন্য আমরা গর্বিত। সেতু হওয়ায় আমরা সবাই অনেক উপকৃত হব। আমি রোজা রেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি।
তিনি আরও বলেন, এই প্রমত্ত পদ্মায় অনেক লোক তাদের সব হারিয়েছে। তাদের সন্তান হারিয়েছে। আমরাও একসময় এই পদ্মা সেতুর ওপর দিয়ে যাব। সবার মঙ্গলের জন্য, আমি রোজা রেখেছি। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে আমি রোজাটা রেখেছি। আজ আমি এতই খুশি, আমি মুখের ভাষা হারিয়ে ফেলেছি।
/এনএএস
Leave a reply