শক্তিশালী ভূমিকম্পে আহত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের হাসপাতালগুলো। খবর এপি’র।
যে কয়েকটি হাসপাতাল সচল আছে, সেখানেই কোনো রকমে চলছে আহতদের চিকিৎসা। কিছু অস্থায়ী হাসপাতাল বানালেও রোগীর তুলনায় তা অপ্রতুল। রয়েছে চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামের অভাব। এক বেডে গাদাগাদি করে থাকছেন একাধিক রোগী। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা করছেন চিকিৎসকরা।
সরকার ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এখনও চালানো হচ্ছে উদ্ধার তৎপরতা। বিপর্যস্ত বাসিন্দাদের সহায়তায় এগিয়ে আসতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে তালেবান সরকার। তবে বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমাদের সাথে বৈরী সম্পর্কে ও তালেবান সরকারের ওপর নিষেধাজ্ঞার জেরে সহায়তা পাওয়া বেশ কঠিন হয়ে পড়বে।
আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দীন হাক্কানি বলেন, আমাদের প্রথম পদক্ষেপ ছিল আহতদের উদ্ধার করা এবং যারা জীবিত আছন তাদের খুঁজে বের করা। দুর্গত এলাকায় এখনও উদ্ধারকাজ চালানো হচ্ছে। বাসিন্দাদের ত্রাণ সরবরাহ করা হয়েছে। বিশ্ব সম্প্রদায়কে আনুরোধ, আফগানদের সহায়তা চালিয়ে যান।
/এমএন
Leave a reply