যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো দেশের বাইরে যাচ্ছেন পুতিন

|

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত।

ইউক্রেনে রুশ আগ্রাসন চলছে টানা আট মাস ধরে। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া রুশ-ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়াতেই ছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে, এবার রাশিয়ার বাইরে যাচ্ছেন তিনি। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহেই পুতিন সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত মধ্য এশিয়ার দুইটি দেশ সফর করবেন। দেশ দুইটি হলো তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান।

এর আগে দেশের বাইরে চীনে পুতিনের শেষ সফর ছিল। চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে বেইজিং সফর করেছিলেন রুশ প্রেসিডেন্ট।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply