এখনও কেন বাড়তি দামে কিনতে হচ্ছে সয়াবিন তেল?

|

বাড়তি দরেই কিনতে হচ্ছে সয়াবিন তেল। খুচরা দোকানিরা বলছেন, তাদের কাছে নতুন চালান এখনও আসেনি। সেজন্য তারা আগের দরেই বিক্রি করছেন। তিন দফায় ৫৫ টাকা বাড়ানোর পর গতকাল সয়াবিন তেলের দাম লিটারে ছয় টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দেয় ভোজ্যতেল ব্যবসায়ীরা। আজ থেকে বাজারে এ দর কার্যকর হবার কথা ছিল।

নতুন দর অনুযায়ী, পাঁচ টাকা কমে প্রতি লিটার সয়াবিন তেল খুচরায় ১৮০ টাকা, ছয় টাকা কমে বোতলজাত তেল ১৯৯ টাকা এবং ১৭ টাকা কমিয়ে ৫ লিটার বোতল ৯৮০ টাকা মূল্যে বিক্রি করার কথা।

এর আগে সবশেষ ৯ জুন সংসদে বাজেট প্রস্তাবের দিন বোতলজাত সয়াবিনের দাম সাত টাকা বাড়িয়ে লিটারপ্রতি ২০৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। ব্যবসায়ীদের দাবির মুখে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ৯ জুন পর্যন্ত তিন দফায় লিটারপ্রতি ৫৫ টাকা বাড়ানো হয়। তবে গত কয়েকদিন থেকে আন্তর্জাতিক বাজার নিম্নমুখী হয়ে পড়ায় দাম কমানোর বিষয়টি আলোচনায় ছিল।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply