পেঁয়াজের বাজারে অস্থিরতা চলছে। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কেজি প্রতি মান ভেদে দর বেড়েছে ১২ থেকে ১৫ টাকা। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ সংকটের কারণে সাময়িকভাবে দাম বেড়েছে।
রাজধানীতে বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়। পাইকারী বাজারেও কয়েকদিনে দাম বেড়েছে। পাইকাররা জানিয়েছেন, পাবনা থেকে আসা পেয়াজের দর এখন ৪৬ টাকা। আর ফরিদপুর থেকে আনা পেয়াজ বিক্রি হচ্ছে ৪২ টাকা।
অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, বাড়তি পরিবহন খরচের প্রভাব পড়ছে বাজারে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যে আমদানির সুযোগ দেয়ার দাবিও তুলেছেন ব্যবসায়ীরা। বলছেন, এতে সুফল পাবেন ক্রেতারা। হঠাৎ করে দাম বাড়ানোর এই প্রবণতায় ক্ষুব্ধ ক্রেতা সাধারণ। বলছেন, বাজার তদারকিতে আরও গুরুত্ব দেয়া প্রয়োজন।
/এমএন
Leave a reply