এজবাস্টন টেস্টে ডাক পেলেন মায়াঙ্ক আগারওয়াল

|

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টের জন্য নাটকীয়ভাবে ভারতীয় দলে ডাক পেয়েছেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। সোমবার (২৭ জুন) ইংল্যান্ডের উদ্দেশে পাড়ি জমাবেন ৩১ বছর বয়সী এই ওপেনার।

দেশটির সবশেষ কোভিড প্রটোকল অনুযায়ী কোয়ারেন্টিনে থাকতে হবে না আগারওয়ালকে। ফলে দলের প্রয়োজনে শুক্রবার (১ জুলাই) থেকে শুরু হতে যাওয়া টেস্টে খেলতেও বাধা নেই তার। এর আগে দল থেকে বাদ পড়েছিলেন আগারওয়াল। তবে দল ঘোষণার পর ইনজুরিতে পড়েন লোকেশ রাহুল এবং করোনা আক্রান্ত হন রোহিত শর্মা। মূলত সে কারণেই টেস্ট দলে আবারও ডাক পেলেন মায়াঙ্ক আগারওয়াল।

খুব একটা ভালো ফর্মে নেই আগারওয়াল। পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে ১৬.৩৩ গড়ে সর্বশেষ আইপিএলে তিনি করেছেন মাত্র ১৯৬ রান। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে এই ওপেনার খেলেছেন সবশেষ টেস্ট। দুই টেস্টে ১৯.৬৬ গড়ে তিনি করেছেন মাত্র ৫৯ রান।

আরও পড়ুন: বৃষ্টি বিঘ্নিত টি-২০ ম্যাচে আয়ারল্যান্ডকে হারালো ভারত

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply