কলম্বিয়ার এল এস্পিনালে ষাঁড়ের লড়াই চলাকালীন, ধসে পড়েছে তলিমা স্টেডিয়ামের ১টি দর্শক স্ট্যান্ড। এই ঘটনায় নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন শতাধিক।
গত রোববার (২৬ জুন) কলম্বিয়ার তলিমা রাজ্যের এল এস্পিনাল শহরের ঐতিহ্যবাহী কোরালেয়া নামক অনুষ্ঠানে ঘটে এই দুর্ঘটনা।
নিহতদের মধ্যে ১ বছর বয়সী একটি শিশু ছিল বলেও জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। সেই সাথে আহতদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর। রোববার কাঠের স্ট্যান্ডটি ধসে পড়ার পর শুরু হয় হুড়োহুড়ি। এক পর্যায়ে লড়াইয়ে থাকা একটি ষাঁড় বের হয়ে চলে যায় রাস্তায়। ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন দেশটির নব নির্বাচিত প্রধানমন্ত্রী গুস্তাভো পেত্রো।
আরও পড়ুন: কলম্বিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই দেখতে যেয়ে প্রাণ গেল ৪ জনের
/এম ই
Leave a reply