পাবনায় ইঞ্জিল চালিত ভটভটি উল্টে নিহত ১

|

পাবনা প্রতিনিধি:

পাবনা সদর উপজেলার চক-দুবলিয়ায় এলাকায় ইটের গুড়া বোঝাই ইঞ্জিল চালিত ভটভটি উল্টে শাকিল নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (২৮ জুন) সকালে পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কের চক-দুবলিয়ায় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল দোগাছির মুনিবপুর গ্রামের আদালত প্রামানিকের ছেলে।

পুলিশ জানায়, আজ সকালে পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কের চক-দুবলিয়ায় নামক স্থানে ইটের গুড়া বোঝাই ইঞ্জিল চালিত ভটভটি পৌঁছালে সামনের চাকা ফেটে উল্টে যায়। এতে ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হেলপার শাকিলের মৃত্যু হয়। আহত ভটভটির চালক ও অপর এক হেলপারকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply