সাতক্ষীরার মাদার নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

|

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মাদার নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ কেরামত গাজী (৪০) একই উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী মৃত মুনছুর গাজীর ছেলে।

স্থানীরা জানান, মঙ্গলবার (২৮ জুন) সকাল ৭টার দিকে স্ত্রীকে সাথে নিয়ে মাদার নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যান কেরামত। নদীতে বড়শি ফেলার পর সেটি নদীর তলে কিছু একটার সাথে আটকে যায়। সেই বড়শি ছাড়াতে নদীতে ডুব দেন তিনি। এরপর সে আর নদী থেকে উঠে আসেনি। স্থানীয় জেলেরা নদীতে অনেক খোঁজ করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়।

কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম নিখোঁজের বিষয় নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। স্থানীয়রাও তাদের সহযোগিতা করছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply