ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে পুতিন

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো বিদেশ সফরে গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (২৮ জুন) তিনি পৌঁছান তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে। খবর আল জাজিরার।

বিমানবন্দরে ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানান তাজিক প্রেসিডেন্ট ইমোমালি রাহমান। দ্বিপাক্ষিক বৈঠকের আগেই পুতিন জানান, আলোচনার কেন্দ্রে থাকবে নিরাপত্তা ইস্যু। মধ্য এশিয়ায় দীর্ঘদিন ধরেই রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র তাজিকিস্তান।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, অবশ্যই নিরাপত্তা ইস্যু হবে মূল ফোকাস। জোট এবং দ্বিপাক্ষিক সম্পর্ক কাঠামোকে গুরুত্ব দেয়া হবে। রাশিয়ার স্বার্থগুলো তুলে ধরা হবে।

দুই দিনের সফরে রুশ প্রেসিডেন্টের পরবর্তী গন্তব্য তুর্কমেনিস্তান। সেখানে কাস্পিয়ান নেতাদের সাথে সম্মেলনে যোগ দেবেন পুতিন। সেখানে উপস্থিত থাকবেন আজারবাইজান, কাজাখস্তান ও ইরানের নেতারা। সবশেষ ফেব্রুয়ারির শুরুতে বেইজিং সফরে যান রুশ প্রেসিডেন্ট।

আরও পড়ুন: কলম্বিয়ার কারাগারে দাঙ্গা ও অগ্নিকাণ্ডে নিহত ৫১ কারাবন্দি

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply