অস্ত্রোপচার করে যুবকের পেটে মিললো ২৩৩টি কয়েন, পেরেক আর চুম্বক!

|

ছবি: সংগৃহীত

অস্ত্রোপচার করে এক যুবকের পেট থেকে ২৩৩টি কয়েন, পেরেক, চুম্বক আর কাঁচের টুকরোর হদিস পেয়ে বিস্মিত হয়েছেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে তুরস্কে। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, ৩৫ বছর বয়সী ওই যুবকের পেটে হঠাৎ করে যন্ত্রণা শুরু হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আলট্রাসাউন্ড এবং এক্স-রে ব্যবহার করে এন্ডোস্কোপি করার পর বিস্মিত হয়েছেন চিকিৎসকরা! ওই ব্যক্তির পেটে ২৩৩টি কয়েন, ব্যাটারি, চুম্বক, স্ক্রু এবং কাঁচের টুকরোসহ বিভিন্ন রকমের জিনিসের খোঁজ মিলেছে।

হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, অস্ত্রোপচারের সময় দেখা গিয়েছে ব্যক্তির পাকস্থলীর প্রাচীরে দু’টি পেরেক একবারে গেঁথে গিয়েছিল, বৃহদান্ত্রে বিভিন্ন ধাতব সামগ্রী ও পাথরও পাওয়া যায়। ওই ব্যক্তির পেট থেকে ২৩৩ রকমের জিনিস বের করতে আমরা সফল হয়েছি।

চিকিৎসকরা জানান, একটা সুস্থ মানুষের ক্ষেত্রে সচরাচর এমন কথা শোনা যায় না। শিশু কিংবা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের ক্ষেত্রে এই ঘটনাটা প্রায়ই ঘটতে দেখা যায়। যদিও ঠিক কীভাবে ব্যক্তির পেটে এই জিনিসগুলি গেল, তা জানা যায়নি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply