ভারতীয় ক্রিকেটারকে খুনের হুমকি দিয়েছেন কোচ!

|

প্রতীকী ছবি

কোচের বিরুদ্ধে অভিযোগ করায় মেরে ফেলার হুমকি পেয়েছেন ভারতের উত্তরখণ্ডের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার আর্য শেঠী। কোচ মনীশ ঝা রুমে ডেকে নিয়ে শেঠীকে খুনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এই কারণে গত ২০ জুন কোচ মনীশ ঝা, ম্যানেজার নবনীত মিশ্র ও ভিডিও বিশ্লেষক পিযূস রঘুবংশীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন আর্য’র বাবা বীরেন্দ্র শেঠী।

দায়ের করা অভিযোগে শেঠীর বাবা বলেছেন, গত বছরের ডিসেম্বরে বিজয় হাজারে ট্রফির একটি ম্যাচ চলাকালীন রাজকোটে অনুশীলন করছিল উত্তরাখণ্ড ক্রিকেট টিম। সেই সময় শেঠীকে কটূক্তি করেন কোচ মনীশ। এ সময় শারীরিকভাবে তাকে আঘাতও করেন কোচ। এ ব্যাপারে সচিবের কাছে অভিযোগ করেন শেঠী।

আরও পড়ুন: প্লে অফে শিরোপা নিষ্পত্তির নিয়ম চালু হচ্ছে সিরি’আতে

পরে, শেঠীকে রুমে ডেকে নিয়ে খুনের হুমকি দেন কোচ মনীশ। এমনকি জানানো হয় খুনের জন্য নিয়োগ দেয়া হয় পেশাদার খুনিও। এর আগে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিলো উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থার বিরুদ্ধে। সূত্র: আনন্দবাজার।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply