মালয়েশিয়ার বিপক্ষে জয়ের আনন্দ দীর্ঘ হলো না ফুটবলার রিতুপর্ণার

|

ফিফা প্রীতি ম্যাচে মালয়শিয়ার বিপক্ষে দারুণ পারফর্ম করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরেই দলের ফুটবলার রিতুপর্ণা চাকমা পেলেন ভাইয়ের মৃত্যুর খবর।

র‍্যাঙ্কিংয়ে ৬১ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়ার বিপক্ষে এক ম্যাচে জয় আর এক ম্যাচে ড্র আদায় করে লাল-সবুজ জার্সিধারীরা। আনন্দ নিয়ে ছুটিতে নিজের বাড়ি রাঙ্গামাটিতে ছুটে যান ফুটবলার রিতুপর্ণা চাকমা। তবে তার সুখ, শোকে পরিণত হতে সময় লাগেনি। বাড়ি ফিরেই পেয়েছেন বড় এক দুঃসংবাদ। মাত্র ১৭ বছর বয়সে মারা গেছে তার একমাত্র ভাই পার্বন চাকমা।

আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটারকে খুনের হুমকি দিলেন কোচ!

বুধবার (২৯ জুন) সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে না ফেরার দেশে পাড়ি জমান পার্বন। রাঙ্গামাটির কাউখালি উপজেলার মোগাছড়ি গ্রামের এই কলেজছাত্র গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। খবরটি নিশ্চিত করেন জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply