২০২২-২৩ রোটারিবর্ষের সূচনালগ্নে রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১-এর গভর্নর ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব বলেছেন, রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২১-২২ অর্থবছরে সারাদেশে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ১০০ কোটিরও বেশি ব্যয় করেছে। আগামী অর্থবছরে রোটারির এই কর্মসূচি আরও বাড়ানো হবে।
রোটারির এডিশনাল গভর্নর আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার (২৯ জুন) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
গভর্নর বলেন, পহেলা জুলাই বিশ্বব্যাপী ২০২২-২৩ রোটারিবর্ষের শুভ সূচনা হবে। সারাবিশ্বের ৩৩ হাজারেরও অধিক ক্লাবের ১২ লক্ষাধিক রোটারিয়ানগণ বিভিন্ন সেবামূলক উদ্যোগ গ্রহণের পাশাপাশি নানান কার্যক্রমের মধ্য দিয়ে নতুন রোটারি বর্ষ উদযাপন করবেন। এ উপলক্ষে বাংলাদেশেও বিশেষ কর্মসূচির ভিতর দিয়ে নতুন বছরের প্রথম দিনটি উদযাপন করা হবে।
শুক্রবার সারাদেশে বিভিন্ন শহরে বর্ণিল শোভাযাত্রা বের করা হবে। ঢাকায় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে হাতিরঝিলে সকাল নয়টায়। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ডিস্ট্রিক্ট ইনস্টলেশন। প্রধান অতিথি পাস্ট রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট হোলগার ন্যাক।
এই অনুষ্ঠানে রোটারি জেলা ৩২৮১- এর চীফ এডভাইজার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বানিজ্য মন্ত্রী টাপু মুনশী, দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান যোগ দিবেন। চারজন মন্ত্রি রোটারি ইন্টারন্যাশনালের সদস্য।
রোটারি সারাদেশে স্বেচ্ছায় রক্তদান ক্যাম্পেন, রক্তদান কর্মসূচী, বিশুদ্ধ পানি সরবরাহ, করোনা প্রতিরোধ কর্মসূচী, ৮৭৬০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও শিক্ষাসামগ্রী দান, মা ও শিশুকে স্বাস্থ্যসেবা, অঞ্চলভিত্তিক ভোকেশনাল সার্ভিস এওয়ার্ড প্রদান ও রোটারি স্বেচ্ছাসেবক দল গঠন করবে।
জেডআই/
Leave a reply