বৈধতা থাকার পরও হলে উঠতে না পারায় শুক্রবার (১ জুলাই) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান নেয় কিছু শিক্ষার্থী। পরে, রাতভর দফায় দফায় হল প্রশাসন ও ছাত্রলীগ নেতাদের সাথে মিটিংয়ের পর আবাসিকতা প্রাপ্ত বৈধ ২০ শিক্ষার্থীকে হলে তোলা হয়েছে। যদিও অধিকাংশই তাদের নামে বরাদ্দকৃত নির্ধারিত সিটে উঠতে পারেননি।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানিয়েছেন, ৪৪ শিক্ষার্থীর মধ্যে শুক্রবার মাঝ রাতে হল প্রশাসন ২০ জনকে বিভিন্ন কক্ষে তুলে দিয়েছেন। অন্যদিকে অবৈধভাবে হলে থাকা ৭২ শিক্ষার্থীকে নামিয়ে দিতে পারেনি হল প্রশাসন ।
সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড. জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, ইদের পর বরাদ্দকৃত নির্ধারিত সিটে বাকি শিক্ষার্থীদের তুলে দেয়া হবে। যে ৭২ শিক্ষার্থী সিট বরাদ্দ ছাড়াই হলে থাকছে তাদেরও নামিয়ে দেয়া হবে।
আরও পড়ুন: কুড়িগ্রামে জালিয়াতি মামলায় উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
উল্লেখ্য, গত ২৩ জুন সোহরাওয়ার্দী হল প্রশাসন বিজ্ঞপ্তি দিয়ে অবৈধ ৭২ শিক্ষার্থীকে বের করে বৈধ ৪৪ শিক্ষার্থীকে রুমে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সে ঘোষণা অনুযায়ী শুক্রবার বিকেলে আবাসিকতা প্রাপ্ত শিক্ষার্থীরা হলের সামনে উপস্থিত হন। রাত আটটা পর্যন্ত অপেক্ষার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নির্ধারিত রুমে তুলে দিতে না পারায় হল গেটে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা।
জেডআই/
Leave a reply