জমে ওঠার অপেক্ষায় ঢাকার পশুর হাটগুলো

|

ঈদের বাকি আর এক সপ্তাহ। জমে ওঠার অপেক্ষায় ঢাকার পশুর হাটগুলো। বেপারিরা বলছেন, আনুষঙ্গিক খরচ বাড়ায় এবার গরু-ছাগলের দাম চড়া। তাই দেখে-শুনে সময় নিয়ে কোরবানির পশু কিনতে চান ক্রেতারা।

কোরবানির হাট বসার পর বেশি সময় পার হয়নি। এখনও রাজধানীর দুয়েকটি হাটের প্রস্তুতি শেষ হয়নি। চলছে শেষমুহুর্তের আনুষঙ্গিক কাজ। যে কটি হাটে ব্যাপারিরা এসেছেন, সেখানেও ক্রেতা সমাগম কম। যারা আসছেন, ঘুরে-ফিরে দেখছেন, দর-দাম বুঝে যাচ্ছেন চলে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কোরবানির পশুর খাদ্যের মূল্য বেড়েছে৷ বেড়েছে রক্ষণাবেক্ষণ খরচও৷ বিক্রেতারা বলছেন এর প্রভাব পড়েছে পশুর দামেও।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply