আসামে ধীরে হচ্ছে বন্যা পরিস্থিতির উন্নতি, প্রাণহানি বেড়ে ১৮৭

|

আসামে এখনও পানিবন্দি লাখো মানুষ।

ভারতের আসামে ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। বন্যায় রাজ্যটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৮৭ জনে।

বৃহস্পতিবারও (৭ জুলাই) চাঁচাড় জেলায় বন্যার পানিতে ডুবে মৃত্যু হয় এক শিশুর। আসামের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী, এখনও পানিতে ডুবে আছে ১২ জেলা। চরম ভোগান্তিতে রয়েছে ৯ লাখের বেশি বাসিন্দা। দুর্যোগে এ পর্যন্ত নষ্ট হয়েছে ১৭ হাজার ৬৮ হেক্টরের মতো ফসলী জমি।

আসামের বিভিন্ন জেলায় গেল কয়েকদিন যাবৎ পানি কমতে থাকায় ঘরবাড়িতে ফিরছেন অনেকে। তবে, এখনও ২৪৬টি আশ্রয় ক্যাম্পে রয়েছেন ৯০ হাজারের মতো মানুষ। একদিন আগেই, চলতি অর্থবছরে আসাম রাজ্যের দুর্যোগ মোকাবেলায় যে ৩২৪ কোটি রুপি বরাদ্দ করা হয়েছিল, সেটির প্রথম কিস্তি ছাড় করিয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: বিয়ে মানে না বৃষ্টির বাধা, মধ্যপ্রদেশে ত্রিপল মাথায় দিয়ে হাজির বরপক্ষ

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply