রাজধানীর কিছু এলাকায় এখনও পড়ে আছে আবর্জনা

|

দুই সিটি করপোরেশন কোরবানির বর্জ্য অপসারণে সময় নির্ধারণ করে দিলেও রাজধানীর কিছু এলাকায় আবর্জনা পড়ে থাকতে দেখা গেছে।

ঈদের দ্বিতীয় দিনের সকাল থেকে সেসব বর্জ্য অপসারণে কাজ শুরু করেছে দুই সিটি করপোরেশনের কর্মীরা। ময়লা সরানোর পাশাপাশি তাতে জীবাণুনাশকও ছেটানো হচ্ছে। স্থানীয় প্রতিনিধিদের দাবি, আজ যেসব কোরবানি হয়েছে, সেগুলো দ্রুত সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে। কোথাও যেনে আর কোনো ময়লা পড়ে না থাকে সেজন্য আলাদা দলে ভাগ হয়ে কাজ করছেন কর্মীরা।

এদিকে নির্ধারিত ১২ ঘণ্টার আগেই বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুর ইসলাম। ডিএনসিসি মেয়র জানান, তাদের দশটি অঞ্চলে ঈদের দিনে ১২ লাখ ৪৭ হাজার পশু কোরবানি হয়েছে এবং প্রায় ৯ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এছাড়া ডিএসসিসিতে শনিবার রাত ১১টা থেকে রোববার রাত ১১টা পর্যন্ত ৭ হাজার ১৩৯ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে বলেও দাবি তার।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply