সালাহকে ফাউল করায় রামোসের বিরুদ্ধে বিলিয়ন ডলারের মামলা

|

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মোহাম্মদ সালাহকে খুব বাজেভাবে ট্যাকল করেন রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস। তাতে গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় সালাহকে। শুধু তাই নয় মিশরের হয়ে বিশ্বকাপ খেলাটাও অনিশ্চিত হয়ে পড়েছে সালাহ’র জন্য। এ ঘটনায় রামোসের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। শুধু তাই নয়, সার্জিও রামোসের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের মামলা করেছেন মিশরীয় এক আইনজীবী। সেই সাথে তার শাস্তি চেয়ে ফিফা বরাবর অনলাইনে আবেদন করেছেন প্রায় ৪ লাখ ফুটবলপ্রেমী।

মিশরের এই আইনজীবী দাবি, ইচ্ছাকৃতভাবে সালাহকে ফাউল করে মাঠের বাইরে পাঠিয়েছেন রামোস। এজন্য তাকে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে, সালাহকে এমন বাজেভাবে ট্যাকল করার প্রতিবাদে একটি পিটিশন দায়ের করা হয়েছে। এতে, সমর্থনকারীরা ফিফা ও উয়েফার কাছে নিজেদের দাবি তুলে ধরেন।

যমুনা অনলাইন: এটি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply