গ্যাসের ব্যবহার কমাতে সম্মত ইইউ

|

নিজ নিজ দেশে গ্যাসের ব্যবহার কমাতে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জ্বালানি মন্ত্রীরা। রাশিয়া গ্যাস সরবরাহ কমিয়ে বা বন্ধ করে দিতে পারে, এমন আশঙ্কা থেকে জোটটি এ সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসির।

জ্বালানি মন্ত্রীদের আলোচনায় আগস্ট থেকে মার্চ মাস পর্যন্ত স্বেচ্ছায় গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমাতে সম্মত হয়েছেন। ইইউ’র মন্ত্রীদের মধ্যে মঙ্গলবার এ আলোচনা চলে।

ইইউ জানিয়েছে, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমানো হবে। শীতের আগে গ্যাস মজুত করার জন্য গ্যাসের ব্যবহার কমানো হবে। জ্বালানি সরবরাহের নিরাপত্তা বাড়াতে সদস্য রাষ্ট্রগুলো একমত হয়েছে। কারণ রাশিয়া ক্রমাগত জ্বালানি সরবরাহকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করেছে।
/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply